নীলফামারী জেলার ডোমার উপজেলায় এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ১ হাজার ১৯৮ জন শিক্ষার্থী। আর পাস করেছেন ২ হাজার ৮১৭ জন। এর মধ্যে ২১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে গতবারের চেয়ে জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২৯০ জন শিক্ষার্থী। উপজেলা সদরের তুলনায় গ্রামের স্কুলগুলো ভালো ফল করেছে। শুক্রবার সকালে অনলাইনে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
ডোমার উপজেলায় এসএসসিতে পাসের হার ৬৯ দশমিক ৭৮ শতাংশ। উপজেলার ৩৬টি স্কুলের ৩ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও পাস করেছেন ২ হাজার ৪০৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭ জন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৭ শিক্ষার্থী,সোনারায় উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন,ডুগডুগি বড়গাছা উচ্চ বিদ্যালয় থেকে ১জন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন ,চিলাহাটি গার্লস স্কুল এ্যান্ড কলেজ থেকে ৭ জন, মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন খাটুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন ও আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন এবং গোমনাতি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শহরের বালিকা বিদ্যানিকেতন থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে দাখিল পরীক্ষায় ১২টি প্রতিষ্ঠান থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ৪৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫ জন পরীক্ষার্থী ফেল করলেও পাস করেছেন ৩১৫ জন পরীক্ষার্থী। দাখিলে পাসের হার ৭১ দশমিক ৫৯ শতাংশ।
এসএসসি ভোকেশনালে ৮টি প্রতিষ্ঠানের ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম দৈনিক শিক্ষাডটকমকে জানান, যেসব বিদ্যালয় ফল ভালো করতে পারেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। আগামী এসএসসি পরীক্ষায় যাতে তাদের আর ফল খারাপ না হয় সে বিষয়ে স্কুলগুলোকে মনিটরিংয়ের মধ্যে রাখা হবে।