দৈনিকশিক্ষাডটকম, বশেমুরবিপ্রবি : আসন্ন বইমেলা ২০২৪ এ প্রকাশিত হচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয় বিশ্বাসের প্রথম বই ‘বসন্তের রঙ কালো’। ৬৪ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে প্রেম, বিরহ নিয়ে লেখা মোট ৫ টি কবিতা স্থান পেয়েছে। পুনশ্চ পাবলিকেশনের ব্যানারে প্রচ্ছদ করেছে আহমাদ বোরহান। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা মাত্র।
কাব্যগ্রন্থটিতে লেখকের ভাবনাচিন্তার প্রকাশ ঘটেছে কালো অক্ষরের গাঁথুনিতে। লেখক তার বইয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছেন। যারা ভালোবেসে কখনো তার প্রিয় মানুষটিকে পায়নি, যাকে কেউ ভালোবেসে থেকে যায়নি, এমনই ভালোবাসার শীতল যন্ত্রণার বিষয়গুলো তার লেখায় ফুটে উঠেছে।
বই প্রসঙ্গে লেখক জয় বিশ্বাস বলেন, এটা আমার প্রথম বই। এটা শুধু একটা বই নয়, এটা আমার স্বপ্ন। প্রেম-ভালোবাসা এবং বিরহ-বিচ্ছেদের মিশ্রণে কবিতার বইটি সাজানো। আশা করি সকল পাঠকদের কাছে খুব ভালো লাগবে।