দৈনিক শিক্ষাডটকম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বখাটের উৎপাতে কোণঠাসা হয়ে পড়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রীর বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নে।
মেয়েটির মা জানান, আমার মেয়ে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই প্রতিবেশি মামুন (২৫) ও মিন্টু (২৭) বিরক্ত করতো। বিভিন্ন কটু কথা বলতো এবং ভয়-ভীতি দেখাতো। মেয়েটির বাবা জানান, বিষয়টি মামুন ও মিন্টুর পরিবারকে জানালে উল্টো আমার ওপর ক্ষিপ্ত হয় এবং হুমকি-ধামকি প্রদর্শন করে।
ওই ছাত্রীর অভিযোগ, এরই জের ধরে গত ২৮ ডিসেম্বর সকালে সর্দার হাটে প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফেরার পথে ওই দুই বখাটে তার পিছু নেয় এবং বিভিন্ন কটু কথা বলে। এতে মেয়েটি ভয়ে বাড়িতে না গিয়ে ওই এলাকায় ফুপুর বাড়িতে আশ্রয় নেয়।
পরে বিকেলে সেখান থেকে নিজ বাড়িতে আসার পথে ওঁৎ পেতে থাকা ওই দুই বখাটে মেয়েটির পথরোধ করে টানাহেঁচড়া করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় নিরাপত্তাহীনতার শঙ্কায় পরিবারটি মেয়ের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় একটি এজাহার জমা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রীর বাবার অভিযোগ, বখাটেরা এক প্রভাবশালী নেতার ভাগনে হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।