দেশের একমাত্র মেরিটাইম উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। ১০টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ। অনলাইনে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময় ছিল।
বিষয়গুলো হলো:
• এমবিএ ইন মেরিটাইম বিজনেস (এমএমবি);
• এমবিএ ইন মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (এমটিএইচএম);
• মাস্টার ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট (এমপিএসএম);
• মাস্টার ইন মেরিটাইম সায়েন্স (এমএমএস);
• এলএলএম ইন মেরিটাইম ল (এলএলএম);
• মাস্টার ইন মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এমবিএসএস);
• মাস্টার ইন মেরিন বায়োটেকনোলজি (এমএমবিটি);
• এমএস ইন ওশানোগ্রাফি (এমও);
• এমএসসি ইন কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং (এমসিআরই) এবং
• এমএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং (এমএনএওই)
আবেদনের যোগ্যতা
প্রতিটি বিষয়ে আবেদনের জন্য যোগ্যতা আলাদা। আবেদনের বিস্তারিত শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। সব বিষয়ে আবেদনের অন্যতম একটি শর্ত হচ্ছে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ থাকতে হবে। ৩ সেমিস্টারে এই প্রোগ্রামগুলো শেষ হবে। প্রতিটি সেমিস্টার ৬ মাসের।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৪
অনলাইনে আবেদন শেষ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪
লিখিত পরীক্ষা: ২ মার্চ ২০২৪
ভাইভা: ১৩ মার্চ ২০২৪
ক্লাস শুরু: ১৬ এপ্রিল ২০২৪
আবেদন যেভাবে
লিখিত ও ভাইভার ফলাফলের সঙ্গে প্রার্থীর পূর্ববর্তী একাডেমিক রেকর্ডগুলোও চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আবেদনকারী অনলাইনে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের বিস্তারিত ওয়েবসাইটে পাবেন আগ্রহী প্রার্থীরা।