নীলফামারীতে সেরাদের সেরা নির্বাচনের জন্য জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত ও সেরাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার নীলফামারী সরকারি কলেজ হলরুমে উপজেলা থেকে সেরাদের নিয়ে জেলা পর্যায়ে সেরা নির্বাচনের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিকালে বিচারকরা জেলা পর্যায়ে চূড়ান্ত মনোনীত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মানীয় তুলে দেন।
নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোজাম্মেল হক রাসেল, নীলফামারী সরকারি কলেজ প্রভাশক শফিউল বাশার, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান চৌধুরীসহ শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা। এছাড়া উপস্থিত ছিলেন মুশরত গোড়গ্রাম দুকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান জেলা পর্যায়ে সেরা নির্বাচিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে বিভাগীয় পর্যায় অংশ নিতে সার্বিক সহযোগিতার জন্য ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ওই শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত হলে তাকে ২০ হাজার টাকা উপহার দেয়ার আশ্বাস দেন।