১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সব শিক্ষা অফিস ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সেমিনার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সুবিধাজনক সময়ে এ আলোচনা সভা ও সেমিনার আয়োজন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব সরকারি-বেসরকারি স্কুল ও শিক্ষা অফিসগুলোকে সুবিধাজনক সময়ে আলোচনা ও সেমিনার আয়োজনের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
গতকাল রোববার অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে অধিদপ্তরাধীন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবসের তাৎপর্য তুলে ধরে সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করার জন্য বলা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।