দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত ঐতিহাসিক ৬ দফা বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছে। ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির দিশারী। ৬ দফাকে কেন্দ্র করেই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ নামক দেশের সৃষ্টি হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুক্রবার (৭ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বাঙালির স্বাধীনতার মহাসনদ ৬ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাঙালির ইতিহাসে শেখ মুজিবুর রহমানের পূর্বে কোনো নেতার সার্বভৌমত্ব ছিল না। বঙ্গবন্ধু দুইভাবে পৃথিবীর ইতিহাসে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন। প্রথমত সার্বভৌমত্ব হচ্ছে ব্যক্তির সার্বভৌমত্ব এবং জনগণের সার্বভৌমত্ব। যেটি ৭ই মার্চের ভাষণে আমরা দেখেছি। ওই ভাষণে বঙ্গবন্ধু অনেকগুলো দিকনির্দেশনা দিয়েছিলেন। বাঙালি কিন্তু সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছেন। বঙ্গবন্ধু মুকুটহীন রাজা ছিলেন। অর্থাৎ তখন বঙ্গবন্ধু ক্ষমতাসীন ছিলেন না। কিন্তু বাঙালি তাঁর কথা পালন করেছেন। সেদিন শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী অসাধারণ সার্বভৌমত্ব অবলোকন করেছেন। ৩৫টি দিকনির্দেশনা বঙ্গবন্ধু দিয়েছিলেন, সবগুলো বাঙালি পালন করেছেন। ব্যক্তি সার্বভৌমত্ব সৃষ্টি হওয়ার ইতিহাস পৃথিবীতে আর নেই।