দৈনিক শিক্ষাডটকম, কাঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা গ্রামে বজ্রপাতে সিহাব (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিলেলে ঝড়ের সময় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মো. সিহাব জমাদ্দারের মৃত্যু হয়।
সিহাব উপজেলার পাটিখালঘাটা গ্রামের মো. ফারুক জমাদ্দারের ছেলে। তিনি মঠবাড়িয়া উপজেলার বগিরাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। সিহাব ফারুক জমাদ্দের দুই সন্তানের কনিষ্ঠ পুত্র।
স্বজন ও এলাকাবাসী জানান, সিহাব বিকেলে ঝড়ো হাওয়া ও শিলার বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ (কোলায়) থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে শিকার হয়। ঘটনাস্থলেই তার মৃতু হয়। পরে তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।