গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসএসসিতে বদলি পরীক্ষা দেওয়ার দায়ে এক শিক্ষার্থীর সাজা দেখে উধাও হয়েছে আরো পাঁচ পরীক্ষার্থী। উপজেলার ধর্মপুর ডি ডি এম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। গণিত পরীক্ষা দেওয়ার পর থেকে তারা অনুপস্থিত।
কেন্দ্রসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ মে বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিলে বদলি পরীক্ষা দেওয়ার কারণে এক শিক্ষার্থীকে এক বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এরপর ৯ মে গণিত পরীক্ষার দিন ধর্মপুর ডি ডি এম উচ্চবিদ্যালয়কেন্দ্রে ঘোষণা দেওয়া হয় মূল প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড ছাড়া পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। পরবর্তী পরীক্ষা থেকে আর ওই পাঁচ শিক্ষার্থীকে হলে পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ধারণা পরীক্ষায় অনুপস্থিত ওই পাঁচ শিক্ষার্থী বদলি পরীক্ষা দিচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন স্যারের নির্দেশে ঘটনাস্থলে যাই। তাদের কাউকে না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে এখনো তথ্য নিচ্ছি। অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’