এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বদলি প্রত্যাশী শিক্ষকদের একাংশ।
মঙ্গলবার(২৫ জুন) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে দৈনিক শিক্ষাডটকম-এ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইনডেক্সধারী বদলি প্রত্যাশীদের অন্যতম মো. সরোয়ার ও মো. সাকিবুল ইসলাম শনিবার এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
জানা যায়, রিটের দালালদের খপ্পরে বছরের পর বছর ধরে লাখ লাখ টাকা খোয়ানো, টিভির ক্যামেরাম্যানদের পেছনে সময় নষ্ট, শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার নামে চাঁদাবাজি (মুন্সীগঞ্জের সিরাজ গং), হাস্যকর বদলি বাস্তবায়ন কমিটি করে চাঁদাবাজি, কথিত রায় নিয়ে না বুঝে লম্ফঝম্ফ করে প্রায় সবাইকে বিরক্ত করেছেন কয়েকজন বদলি প্রত্যাশী শিক্ষক। এখনও তারা না বুঝে অপপ্রচার করছেন যে, “সরকার বদলির উদ্যোগ নিলেও কয়েক কর্মকর্তার বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। ” এসব অপপ্রচারের পেছনে রয়েছে রিট দালালরা। কারণ, তাদের লম্ফঝম্ফ শেষ হয়েছে। শিক্ষক পদে চাকরিজীবী কয়েকজন এসব অপপ্রচারের ফাঁদে পা দিচ্ছেন।
বদলি প্রত্যাশী শিক্ষকদের একাংশের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শতশত কিলোমিটার দূরে মানবেতর জীবন যাপন করছেন। পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার পদ ফাঁকা থাকলেও ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই।
বদলি-প্রত্যাশীরা বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তির আগে ৭ নম্বর ধারা বাতিল করে দেয়া হয়। ফলে ইনডেক্সধারীদের নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।
তাই বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটির সদস্যরা।