বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের স্থগিত হওয়া আজ শনিবারের নির্ধারিত মৌখিক পরীক্ষা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বন অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় আজ বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ নিয়ে উৎকণ্ঠায় আছেন চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষাও ছিল।
বন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ৪৭৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত গ্রহণের জন্য এর আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির ২৮ অক্টোবরের জন্য নির্ধারিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৮ অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের রক্তন সম্মেলনকক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা আগের নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র, অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের ডাউনলোডকৃত রঙিন প্রিন্ট কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও কোটাসংক্রান্ত সনদ ইত্যাদির মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
এ ছাড়া আজ অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।