দৈনিক শিক্ষাডটকম, মেহেরপুর: মেহেরপুরে শহরের পুকুরের পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তৌফিক পৌরসভার নতুনপাড়া এলাকার তোজাম্মেল ইসলামের ছেলে। সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে তৌফিক তার কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। পানিতে খেলার একপর্যায়ে তৌফিক তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযানের পর তৌফিককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবিত উদ্ধার হওয়া নিহত তৌফিকের সহপাঠী রিফাত বলে, সকালে আমরা ৫ বন্ধু মিলে পুকুরে গোসল করতে আসি। আমি ও তৌফিক সাঁতার জানি না বলে পুকুরের পাড়ে গোসল করছিলাম। হঠাৎ করে তৌফিক পানির নিচের দিকে নেমে যায়। এরপর আর ওকে পানি থেকে উঠাতে পারিনি। আমি কোনোরকম পুকুর থেকে ওপরে উঠে আসি।’
মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে পুকুরে নেমে ডুবে যাওয়া স্কুলছাত্রকে খোঁজাখুঁজি শুরু হয়। ঘণ্টাখানেক খোঁজার পর পানির নিচ থেকে ওই স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।