বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন সমপরিমাণ অর্থ দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান। এর আগে রাত ৮ টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় ডাকা হয়। এ সভায় এ সিদ্ধান্ত নেন শিক্ষকরা।
বিষয়টি নিশ্চিত করে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তা হিসেবে দেয়া হবে।
শিক্ষক সমিতি সূত্রে আরো জানা যায়, শিক্ষকদের সহায়তার ৫০ শতাংশ অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। বাকি ৫০ শতাংশ অর্থ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরবর্তী দুর্গত এলাকার মানুষের সহায়তায় ব্যয় করা হবে। বন্যা কবলিত এলাকার শিক্ষকদের সমন্বয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গত বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ সামগ্রী ও অর্থ সংগ্রহ করছে। গত দুই দিনে আট লাখেরও বেশি টাকা ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন বিভাগ থেকেও টাকা সংগ্রহ করা হয়েছে ।
জবি শিক্ষার্থীদের কয়েকটি টীম ফেনী ও কুমিল্লায় পৌঁছে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ পরিচালনা করছে। বন্যা পরবর্তী সময়ে ব্যাপক আকারে ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।