বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করলো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
নোটিশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে বর্তমান সময়ে সকাল থেকে বিকাল এবং ঈদ-উল আযহা পরবর্তী সকাল বিকাল পর্যন্ত দাপ্তরিক কাজ ব্যতীত ক্যাম্পাসের ভেতরে বা বাইরে ঘোরাঘুরি, আড্ডা বা গল্পগুজব করা যাবে না। কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সুনির্দিষ্ট কারণ ছাড়া নিজ দপ্তর ব্যতীত অন্য দপ্তরে পাওয়া গেলে বা উল্লিখিত অবস্থায় পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ভিজিল্যান্স টিম তাঁর বা তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুটি সংগঠন একই রকম কার্যক্রম নিয়ে নানা কর্মসূচি করছে।