বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ন পদে সেনা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হলো।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে-রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ২০০৬ এর ১২ এর ১ ধারা অনুযায়ী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হলো।
এগুলো হচ্ছে-ট্রেজারার হিসেবে নিয়োগের মেয়াদ হবে চার বছর, তিনি অবসরপ্রাপ্ত হিসেবে পূর্ব পদের সমপরিমাণ বেতন পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।