বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২৩ সেশনের (১২ তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এবং বিশেষ অতিথি হিসেবে তাঁর সহধর্মিণী ও সমাজসেবক লুনা আব্দুল্লাহ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ওরিয়েন্টেশন উদযাপন কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম।
আগামীকাল শনিবার বেলা ১০ টায় কেন্দ্রীয় মুক্তমঞ্চে অনুষ্ঠানটি শুরু হবে। অতিথিদের আলোচনা শেষে বিকেলে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন সদ্য রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া। দুপুরে নিজ নিজ বিভাগ কর্তৃক নবীন শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
এবারের আয়োজনের খুঁটিনাটি নিয়ে শুক্রবার দৈনিক শিক্ষাডটকমকে উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমি দায়িত্ব নেয়ার পর জানতে পারি চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এলেও তাদের বরণ করে নেয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নি। তাই তাদের স্মৃতিতে রঙিন একটি দিন যোগ করতে দ্রুত ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছি। আশাকরি এবারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিগত দিনের চেয়ে বেশি দ্যুতি ছড়াবে।