সহিংসতা ও টানা কারফিউতে সারা দেশের মতো বন্ধ রয়েছে বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারি মহিলা কলেজসহ এ বিভাগের ছয় জেলার সরকারি- বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীশূন্য। আবাসিক হল ও ক্যাম্পাসগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে চান তারা।
এ জন্য অনূকুল পরিবেশে তৈরির দাবি জানিয়েছেন সরকারের কাছে।
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী নাজমুল হক নিবিড় বলেন, আমাদের দাবি আদায়ের আন্দোলন সফল হয়েছে। আদালত সুন্দর একটি আদেশ দিয়েছেন। এখন সরকার দ্রুত কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেই হয়। আমরা এখন ক্লাসে ফিরতে চাই।
গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জনমানবশূন্য দেখা গেছে। এ ছাড়াও বিভাগের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বিএম কলেজের হলগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা।
কোটা সংস্কার আন্দোলনে গত বুধবারও এসব শিক্ষাপ্রতিষ্ঠান ছিলো সরব।