বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে পিস্তল ঠেকিয়ে ভয় এবং কুপিয়ে জখম করার অভিযোগে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
সোমবার (১৫ মে) গভীর রাতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক।
তিনি জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের কর্মীদের পিস্তল ঠেকিয়ে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হামলায় আহতরা হলেন- নৌকার কর্মী হালিম, মনা ও জাহিদুল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এর কয়েকদিন আগে রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন নৌকার এক কর্মী। ওই অভিযোগেও মান্নার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ না করতে হুঁশিয়ারি দেওয়ার কথা উল্লেখ করা হয়।