বরিশালে কড়া নিরাপত্তায় সিটি নির্বাচনের ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। রোববার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জাম বিতরণ করছেন। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে।
যেসব ভেন্যু থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।
কর্মকর্তারা জানান, ইভিএম মেশিন, ইভিএম ফিঙ্গার মেশিন ফরম, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, বিশেষ খাম, ভোটদান প্রক্রিয়ার পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ ৪৩ ধরনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থীসহ ১১৬ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সাড়ে চার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নগরীর ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।