দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে ‘ব্র্যাক কুমন’ ওয়ারী সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার ওয়ারীর ইউনিক্যাফে রেস্টুরন্টে কেক কেটে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
কুমন ওয়ারী সেন্টারের ইনস্ট্রাক্টর মাহাবুবা ইসলাম বলেন, কুমন পদ্ধতিটি জাপানিজ হলেও আমাদের দেশের শিক্ষা পদ্ধতির সঙ্গে তা অনেকাংশেই সামঞ্জস্যপূর্ণ। এই পদ্ধতিটি প্রতিটি শিক্ষার্থীদের স্বতন্ত্রভাবে গণিত ও ইংরেজির দুর্বলতা কাটিয়ে তুলতে যেমন সাহায্য করে তেমনি অনেক স্কিল যেমন-সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা শিখতে ও সাহায্য করে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে কুমন ওয়ারী সেন্টারের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও জাদু পরিবেশন করেন। এ ছাড়া অভিভাকরাও বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক কুমন পরিবারের সদস্য ছাড়াও রাজধানীর বিভিন্ন সেন্টারের ইনস্ট্রাক্টর, কুমন ওয়ারী সেন্টারের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬৫ বছরেরও বেশি সময় ধরে কুমন পদ্ধতিতে জাপানে শিক্ষাদান চলছে। বর্তমানে বিশ্বের ৬২টি দেশে ৩ থেকে ১৬ বছর বয়সীদের কুমন পদ্ধতিতে শিক্ষাদান চালু আছে। গণিত ও ইংরেজি কারিকুলামে দক্ষ করে তোলার পাশাপাশি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ স্কিল যেমন ক্রিটিক্যাল থিংকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ও প্রবলেম সলভিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে কাজ করে জাপানিজ এই সেল্ফ লার্নিং মেথড ‘কুমন’।