দৈনিক শিক্ষাডটকম, যশোর প্রতিনিধি: ক্যাম্পাসে বর্ণিল আলপনা আঁকা, কেক কাটা, পিঠা উৎসব, গবেষণা প্রকল্প প্রদর্শনী, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আতশবাজি ফোটানো ও ফানুশ ওড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। গতকাল বৃহস্পতিবার উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও যবিপ্রবির পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে উপাচার্য আনোয়ার হোসেনসহ অন্য অতিথিরা প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। তারপর কেক কাটা এবং পিঠা উৎসব ও গবেষণা প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
দুপুরে কেন্দ্রীয় গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সেমিনার হয়। এ ছাড়া জৈব প্রযুক্তিসংক্রান্ত গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত গ্লাস হাউস এবং যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।