গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সেইভ ইয়ুথের ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য ৩০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সজল মৃধা কো- প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সামিরাকে মনোনীত করা হয়েছে।
গতকতাল বৃহস্পতিবার সংগঠন থেকে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সেইভ ইয়ুথ বশেমুরবিপ্রবির বিদায়ী সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা করেন বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথ চ্যাপ্টারের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ও বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথ চ্যাপ্টারের মডারেটর মো. সাইফুল ইসলাম।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, টিম লিড শি লিডস শারমিন জাহান স্বর্ণা, কো-টিম লিড শি লিডস কানিজ ফাতেমা ইতু ও জুবাইদা রহমান তুলি,টিম লিডস ক্যাম্পাস রেসিলিয়েন্স ফয়সাল মাহমুদ, কো-টিম লিডস ক্যাম্পাস রেসিলিয়েন্স মো. আবির হোসাইন রিফাত, টিম লিড ইয়ুথ মিডিয়া শহিদুল ইসলাম বাবু, কো -লিড ইয়ুথ মিডিয়া ফাহমিদা আক্তার নিপা ও এস. এইচ হিমেল, টিম লিড ইভেন্ট অ্যান্ড আউটরিচ মুবিনুল হক, কো-টিম লিড ইভেন্ট অ্যান্ড আউটরিচ ফারিহা আলম ও জ্যাোতি অধিকারী, টিম লিড ইয়ুথ ডেমোক্রেসি মো. মেহেদী হাসান, কো-টিম লিড ইয়ুথ ডেমোক্রাসি তামজিদ আলম ভূইয়া ও হৃদিকা শারমিন, টিম লিড কানেক্টিং ডট’স মো. আব্দুল্লাহ আল শোভন, কো-টিম লিড কানেক্টিং ডট’স আবির হাসান শাওন ও ইসরাত জাহান ইমা, টিম লিড ইয়ুথ ডিসএবিলিটি এন্ড ইনক্লুসন মারিয়া মালেক, কো-টিম লিড ইয়ুথ ডিসএবিলিটি এন্ড ইনক্লুসন আরিনা আক্তার ও তাসলিমা বেগম কলি, টিম লিড ইয়ুথ এম্প্লয়াবিলিটি মনিরা খানম, কো-টিম লিড ইয়ুথ এম্প্লয়বিলিটি ফারিয়া হোসেন ও মো. ছিপু মোল্লা, টিম লিড ইয়ুথ মাইন্ড’স মো. মারুফ হোসাইন, কো-টিম লিড ইয়ুথ মাইন্ড’স কে.এম মাসুম, টিম লিড ইয়ুথ ভয়েস রনি খানম, কো-টিম লিড ইয়ুথ ভয়েস মেহজাবীন বিনতে মিজান ও জি.এম আরাফাত।
সেইভ ইয়ুথ বশেমুরবিপ্রবি চ্যাপ্টারকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সদ্য নির্বাচিত কো-প্রেসিডেন্ট মো. সজল মৃধা বলেন, ‘তরুণ নেতৃত্বকে আরো বেশি কার্যকরী করতে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার সামিরা বলেন, সেইভ ইয়ুথ বাংলাদেশ বর্তমান ১৯ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করছে। ৩০০০ এর বেশি স্টুডেন্ট নিয়ে, দেশের ৬৪ জেলায় দেশের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯ খ্রিষ্টাব্দে থেকে সেইভ ইয়ুথ লিডাররা বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই, আমরা বিশ্বাস করি, ছোট ছোট পরিবর্তনই বড় সমস্যার সমাধান এনে দিতে পারে।