দৈনিক শিক্ষাডটকম, বশেমুরবিপ্রবিপি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবিপি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন সভায় সভাপতিত্ব করেন।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে ডা. রুস্তম আলী ফরাজী এমপি, অধ্যাপক ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মো. মাসুম, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, মো. আমিরুল ইসলাম, ইসহাক আলী খান পান্না ও আসলাম সেরনিয়াবাত উপস্থিত ছিলেন। সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা।
সভার নির্ধারিত অলোচ্যসূচির নিরিখে সিন্ডিকেট সদস্যগণ নিজ নিজ মত ব্যক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতিতে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
প্রথম সিন্ডিকেট সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পাওয়া ৪টি বিভাগে ৪০ জন করে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৬ জন শিক্ষকসহ অন্যান্য পদে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ উল্লেখযোগ্য।
বিজ্ঞান অনুষদভুক্ত গণিত, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গুচ্ছ পদ্ধতির আওতায় শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও প্রথম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।