সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেডের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর সড়কগুলোতে। কিছু কিছু এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও অনেক সড়কে যান চলাচল বন্ধ। এতে চরম দুর্ভেগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (১০ জুলাই) রাজধানীর খিলক্ষেত, কুড়িল, বাড্ডা, রামপুরা ও গুলশান এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর মূল সড়কগুলোতে যান চলাচল অনেক কম। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি কিংবা প্রাইভেট কার প্রায় চোখে পড়েনি।
যাত্রীবাহী বাসের চলাচলও অনেক কম; রাস্তা অনেকটাই ফাঁকা। এ পরিস্থিতিতে দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হওয়া নগরবাসী। বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
মধ্যবাড্ডা লিংকরোডে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য সময় সংবাদকে বলেন, সকাল থেকেই যানবাহনের চলাচল কম।
বাদল নামে এক যাত্রী জানান, অনেকক্ষণ অপেক্ষা করেও বাসের দেখা পাননি। কীভাবে বা কখন গন্তব্যে পৌঁছাবেন জানেন না।
কামরুল নামে আরেক যাত্রী বলেন, রাস্তায় হাতে গোনা কিছু রিকশা থাকলেও বাড়তি ভাড়া চায়। তাই হেঁটেই গন্তব্যের দিকে যেতে হচ্ছে তাকে।
মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার, ১০ জুলাই) থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বুধবার থেকে আমরা সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’
গত কয়েকদিন ধরেই ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে কয়েক দিন ধরেই সড়ক, মহাসড়ক ও ট্রেনে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।