এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সব সময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য যতটা না আগ্রহ, এবার তার চেয়ে বেশি বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। সবার আগে এ দুই দলের টিকিট বিক্রি হয়ে যাওয়া তারই প্রমাণ।
আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপ। শ্রীলঙ্কার মোকাবিলায় বাংলাদেশ মাঠে নামবে ৩১ আগস্ট। আর আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২ সেপ্টেম্বর। রাজনৈতিক বৈরিতার কারণে এ দুই দল দীর্ঘদিন কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। যার কারণে আইসিসি কিংবা এসিসির ইভেন্টে তাদের লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনতে থাকে ক্রিকেটপ্রেমীরা। দুদলের ম্যাচের টিকিটও থাকে চাহিদার তুঙ্গে। যার কারণে টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র।
১২ আগস্ট থেকে এবারের এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হয়েছিল। যেখানে সমর্থকদের টিকিট কেনার প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে ম্যাচকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বানানো ওয়েবসাইটে দেখা গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেলেও প্রায় ৩০০টির মতো টিকিট অবিক্রিত ছিল ভারত-পাকিস্তান ম্যাচের।
মূলত শ্রীলঙ্কা সহ-আয়োজক হওয়ায় এবং ম্যাচটি তাদের স্টেডিয়ামে হওয়ায় স্বাভাবিকভাবে স্বাগতিক সমর্থকদের মধ্যে আগ্রহটা বেশি। তার ওপর নিদাহাস ট্রফির সেই ঘটনার পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানে এখন অন্যরকম উত্তেজনা।
এবারের আসরের মোট ৪টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়।