দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: জাপানের আওয়াজি ইউথ ফেডারেশনের ফেলোশিপ৷ বাংলাদেশি শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে এই ফেলোশিপ নিয়ে জাপানে ৯ মাস নিজের বুদ্ধিমতার পরিচয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের নাম উজ্বল করতে পারবেন৷
যে সকল শিক্ষার্থীদের বয়স ২৪ থেকে ৩০ এর মধ্যে এবং ব্যাচেলর এবং মাষ্টার্স শেষ করেছেন তারেই শুধু মাত্র আবেদন করতে পারেন।
শুধু জাপানে যাওয়াই নয় ৯ মাসের এই ফেলোশিপ এ পাবেন মাসিক স্টাইপেন্ড যা জাপানি মুদ্রা ১ লাখ ৯৭ হাজার ইয়েন৷ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৭ হাজার ৯৪৬ টকা ৷ জাপানে থাকা খাওয়া, নিজের কাজ করার জন্য প্রয়োজনীয় খরচ, যাতায়াত এবং চিকিৎসা খরচ দিবে আওয়াজি ইউথ ফেডারেশন। আবেদন কারি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক কোনো প্রোগ্রামে ২ থেকে ৩ বছরের অভিঙ্গতা থাকলে অগ্রাধিকার পাবেন৷
আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ মে ২০২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথি এবং আন্তর্জাতিক পাসপোর্ট৷
সফল আবেদনকারির সাক্ষাৎকার নেওয়া হবে অগামী জুন থেকে জুলাই মাস এর মধ্যে ৷
আগামী জুলাই থেকে আগষ্ট মাস পর্যন্ত চলবে ভিসা প্রসেসিং৷
অক্টোবর মাস থেকে শুরু হবে ফেলোশিপ এর মূল কার্যক্রম৷
আগ্রহী ছাত্র ছাত্রীরা এই সুযোগ নিতে দ্রুত আবেদন করুন৷ বিশেষত জানতে এবং অনলাইনে আবেদন করার জন্য সার্চ করতে হবে তাদের অফিসিয়াল সাইটে ৷
Search AYF ( Awaji Youth Federation ) Fellowship 2024 in Japan