সাম্প্রতিক বছরগুলোতে অগ্রগতি হওয়া সত্ত্বেও বাংলাদেশে শিশুদের আনুষ্ঠানিক জন্ম নিবন্ধনের হার কমই রয়ে গেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৫৬ শতাংশের জন্ম নিবন্ধিত। এর অর্থ- প্রতি দুই শিশুর মধ্যে এক শিশুর জন্মসনদ নেই বলে জানিয়েছে ইউনিসেফ।
বাংলাদেশে সর্বজনীন জন্ম নিবন্ধন ত্বরান্বিত করতে আজ রোববার স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের প্রশংসাও করে সংস্থাটি।
আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়মিত টিকাদানের হার ৯০ শতাংশের বেশি। চুক্তিটি একটি সমন্বিত পদ্ধতির পথ প্রশস্ত করেছে, যেখানে জন্মের সময় শিশুর নিবন্ধন না হয়ে থাকলে প্রথম টিকা নেওয়ার সময় নিবন্ধিত করা হবে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, জন্মের সময় নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের লাখ লাখ শিশু উপকৃত হবে। জাতীয়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষাসহ অন্য সব ধরনের অধিকার দাবি করার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল জন্মসনদ।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের অতিরিক্ত সচিব রাশেদুল হাসান বলেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারক জন্ম নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভুল ও দ্রুততর করবে। একই সঙ্গে তা শিশুর অধিকার রক্ষাসহ সবার জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা রাখবে।