বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রথম ব্যাচের (জুলাই ২০২৩) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোগ্রামটির টিউটোরিয়াল ক্লাস সমন্বিত পদ্ধতিতে প্রতি শুক্র ও শনিবার পরিচালিত হবে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা
এমডিএস প্রোগ্রামে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ কলেজ থেকে তিন/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে একটি মাস্টার্স ডিগ্রিসহ দুই বছর মেয়াদি স্নাতক (পাস)। শিক্ষাজীবনের যে কোনো পর্যায়ে অনধিক একটি তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে। অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার ফল, মাষ্টার্স/ উচ্চতর ডিগ্রি) আবেদনকারীর ভর্তি পরীক্ষার ফলাফলে স্কোর হিসেবে যুক্ত হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ জুলাই ২০২৩। প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ : ১৬ জুলাই।
মৌখিক পরীক্ষা : ২১ থেকে ২২ জুলাই। চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ : ২৫ জুলাই
আবেদন করা যাবে osapsnew.bouac hd এই ওয়েবসাইটে।