বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩ ব্যাচ) ভর্তির জন্য অনলাইনে আবেদন পত্র আহ্বান করেছে।
ভর্তি আবেদনের যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএড/বিএমএড/বেল্ট/বিএজিএড/বিপিএড/ডিপিএড বা সমমানের ডিগ্রিসহ ন্যূনতম স্নাতক ডিগ্রি।
ভর্তি সংক্রান্ত তথ্য
আবেদনের তারিখঃ ৮ জুন ২০২৩ পর্যন্ত ।
আবেদনের লিংক: osapsnew.bou.ac.bd/applicant/validateCircular/311
আবেদনের ফি: ৭০০ টাকা।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ: ১৮ জুন।
অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ : ২২ জুন মৌখিক পরীক্ষার আগ পর্যন্ত।
নিজস্ব মোবাইল ফোন নাম্বার ও ইমেইল আইডি ব্যাবহার করে আবেদন করতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা নির্ধারিত র্কোস ফির ৬০ শতাংশ ছাড় পাবেন। আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও নম্বরসহ ৯ জুনের মধ্যে সংশ্লিষ্ট বাউবির আঞ্চলিক/উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরাই পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবির ওয়েবসাইটে ১৮ জুন দেওয়া হবে।