শোকাবহ আগস্টকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে পালন করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায় আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগস্টের প্রথম প্রহর থেকেই বাউবি ক্যাম্পাসের প্রধান ফটকে ও উপাচার্য কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে এবং আঞ্চলিক কেন্দ্রের টিভি স্ক্রিনে শোকাবহ আগস্ট এর শোক ব্যানার প্রদর্শন করা হয়েছে। এছাড়াও প্রধান কার্যালয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে শোকাবহ আগস্টের ব্যানার টানানো হয়েছে। সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করছেন।
আগস্টের প্রথম দিন সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে বাউবির ‘স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে’ পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাসের কর্মসূচি শুরু হয়।
বাউবি শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ‘শোকাবহ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে আগামী ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।