বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। রোববার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। সোমবার ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন তিনি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন ড. মো. আজহারুল ইসলাম।
ড. মো. আজহারুল ইসলাম ১৯৯০ খ্রিষ্টাব্দে এসএসসি, ১৯৯২ খ্রিষ্টাব্দে এইচএসসি পাস করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ খ্রিষ্টাব্দে স্নাতক এবং ২০০১ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি আর্জন করেন। তিনি ২০০৯ খ্রিষ্টাব্দে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০২০ খ্রিষ্টাব্দে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।