জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ অনুযায়ী বিধিমোতাবেক বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজে নিম্ন বর্ণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
যা যা প্রয়োজন:
প্রতিষ্ঠানের নাম: বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ
পদের বিবরণ:
১। অফিস সহকারী- কাম হিসাব সহকারী- ১ জন
২। নৈশপ্রহরী- ১ জন
পদের ধরন:
১নং পদের এমপিও ভুক্ত (শূন্যপদ) - ১ জন
২নং পদের এমপিও ভুক্ত (শূন্যপদ) - ১ জন
১নং পদের শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা বোর্ড হতে এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান পাস। এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/ সমমানসহ ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে যে কোন একটি ৩য় বিভাগ/ সমমান গ্রহনযোগ্য হবে।
২ নং পদের শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/জেডিসি/ সমমান পাস
চাকরিতে প্রবেশের বয়সসীমা: ১নং পদের অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। ২নং পদের অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:
১নং পদের বেতন স্কেল ও গ্রেড ৯৩০০-২২৪৯০/= গ্রেড-১৬
২ নং পদের বেতন স্কেল ও গ্রেড ৮২৫০-২০০১০/= গ্রেড-২০
আবেদনের শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীগণকে বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের অনুকূলে অফিস সহকারী-কাম হিসাব সহকারীর বেলায় ৫০০ টাকার এবং নৈশপ্রহরীর বেলায় ৩০০ টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
২। অধ্যক্ষ, বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাক- বুধবারী বাজার, উপজেলা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট বরাবর আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রেরণ করতে হবে।
৩। প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
৪। নিয়োগ কর্তৃপক্ষ উপরোক্ত শর্তাবলীর যে কোন অংশ সংশোধন/ সংযোজনের অধিকার সংরক্ষন করেন। অধ্যক্ষ