দৈনিকশিক্ষাডটকম, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল সোমবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়েছে। এই উপজেলায় এক লাখের বেশি শিক্ষার্থী বই পাচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মাধ্যমিক স্তরের ৬৪ বিদ্যালয় ও ৬৩টি মাদরাসার প্রায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে।
প্রথমদিনে ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী বই পাবেন। আগামী তিন-চার দিনের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৩৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যস্ততার মধ্যেও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বই উৎসবে অংশ নেন। গতকাল সোমবার সকালে এসিলাহা পাইলট হাইস্কুল মাঠে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন তিনি। এ সময় মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।