কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা । এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আজ সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ হয়ে মেরুল বাড্ডা, আফতাবনগর ও হাতিরঝিলের দিকে ছুটে যায়।
সর্বশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক ওই এলাকায় অবস্থান করছে।
চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বুধবার (১৭ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।