নির্ধারিত সময়ে মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থী ৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তারা ১০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। গতবছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে বিলম্ব ফি দিতে হবে না।
বুধবার বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে দায় প্রধান শিক্ষককে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও জানানো হয়েছে, ২০২৩-২০২৪ খ্রিষ্টাব্দের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছিলো। বিভিন্ন কারণে বাদপড়া শিক্ষার্থী ও বোর্ড পরিবর্তনের মাধ্যমে আসা শিক্ষার্থীদের ৫ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে।
বোর্ড আরো জানিয়েছে, নির্ধারিত তারিখের পর কোনো অবস্থায় কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।