সম্প্রতি ‘বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশন শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষা’, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
গত ২১ ফেব্রুয়ারি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান কফিল উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শওকত আলম মজুমদার।
বাদশামিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান কফিল উদ্দিন মজুমদার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ও এর সঙ্গে দেশসেবা ও জাতি গঠনমূলক কাজে মনোভাব তৈরি হবে। শিক্ষার গুণগত মানউন্নয়নের প্রচেষ্ঠা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতেও তিনি সবার সহযোগিতা কামনা করেন।