বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জবি সংস্কার আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে এ ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। শুক্রবার সারাদিন ও ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালান তারা।
জানা যায়, পুরান ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা প্রতিনিধি পাঠিয়ে ত্রাণ সংগ্রহ করছেন। এ ত্রাণ সংগ্রহ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা নগদ অর্থ, শুকনা খাবার, ওষুধ ও জামা কাপড় সংগ্রহ করছেন। এ ছাড়াও এদিন জুম্মা’ নামাজের পর মসজিদভিত্তিক ত্রাণ সংগ্রহ কার্যক্রমও চালান তারা। ‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন’ ব্যানারে বন্যা দুর্গতদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের নিচে হেল্প ডেস্ক বসানো হয়েছে। এছাড়া ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অনলাইন ভিত্তিক প্রচারনা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যাবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী বাশার হাবিব বলেন, আমরা বিভাগ ও বিভাগের অধীনের ক্লাবের মাধ্যমে ফান্ড সংগ্রহ করছি। ইতোমধ্যে আমরা এক লাখ বিশ হাজার টাকার মতো ফান্ড সংগ্রহ করেছি। এছাড়া আরো ফান্ড বাড়তে পারে। সবার সঙ্গে সমন্বয় করে আমরা কার্যক্রম পরিচালনা করবো।
এর আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি টিম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছেছেন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি’র নির্দেশনায় একটি টিমও বন্যা দুর্গত এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম শান বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত আমাদের প্রায় ৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। এর পরিমাণ আরো বাড়বে। গত বৃহস্পতিবার আমরা ২ লাখ ১৪ হাজার টাকার মতো সংগ্রহ করেছি। বিভিন্ন বিভাগভিত্তিক অর্থ সংগ্রহ করা হচ্ছে। তারা আমাদের সঙ্গে সমন্বয় করলে এই অর্থের পরিমাণ আরো অনেক বাড়বে। সবাই স্বতস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশ নিয়েছে।