দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : বাবার নির্বাচনী প্রচারণায় গিয়ে শোকজ খেলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ দেয়া হয়। অধ্যাপক বিশ্বজিৎ খুলনা-৫ আসনের নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্রের ছেলে। গতকাল শনিবার তাকে শোকজ করেছে খুলনা-৫ আসনের নির্বাচনী তদন্ত কমিটি ও সিনিয়র সহকারী জজ রত্না সাহা।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন জেলা প্রশাসক, খুলনা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। যার আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এই কমিটির নিকট পাঠানো হয়।
ওই অভিযোগ অনুযায়ী ড. বিশ্বজিৎ চন্দ্র সরকারি সুবিধাভোগী ব্যক্তি হওয়া স্বত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্রের পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কেনো নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না তা জানতে চাওয়া হয়েছে।