বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী সমন্বয় পরিষদ ও আইন শিক্ষার্থীবৃন্দ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহা সমাবেশের আয়োজন করে নতুন এই সংগঠনটি। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক আইন শিক্ষার্থী।
তাদের দাবিগুলো হলো– বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করার লিখিত চিরতরে বাদ, িএমসিকিউ পরীক্ষা ৪০ নম্বরের এবং একবার পাস করলে আর পরীক্ষা না দেওয়া। নেগেটিভ মার্কিং না থাকা, প্রতি বছর কমপক্ষে দুটি পরীক্ষা নেওয়া, আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা শুধু বার কাউন্সিলের অধীনে নেওয়া এবং জুডিসিয়ালম সার্ভিস কমিশনের সম্পৃক্ততা প্রত্যাহার। এছাড়া খাতা পূ:নিরীক্ষার সুযোগ দেওয়া।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা বার শিক্ষানবিশ আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি বাবুল মোড়ল। অন্যানদের মধ্যে মনির হোসেন, মো: কামাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, মুন্নি আক্তার এবং মো: মুক্তার হোসেন।