টাঙ্গাইলে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিয়ে নিরোধ কমিটির কার্যকরী ভূমিকা-বাস্তবতা ও সক্রিয়করণে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান।
সভায় আলোচ্য বিষয়বস্তু উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের ফোকাল কর্মকর্তা মাহপারা আলম।
ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মানবাধিকারকর্মী মাহমুদা শেলী, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর উল্কা বেগম, আইনজীবী, পুলিশ, কাজী, এনজিও প্রতিনিধি, সদর উপজেলার পরিষদের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ওসিসি, ব্লাস্টের প্রধান কার্যালয় ও ইউনিট অফিসের কর্মকর্তারা।
সভায় বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়নের পাশাপাশি অভিভাবকসহ সবাইকে সচেতন করার আহ্বান জানান।