দৈনিক শিক্ষাডটকম, বরিশাল: বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসছিলেন।
নিহতেরা হলেন উজিরপুর উপজেলার নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জল সরদার (২৭) ও তাঁর শ্যালক বাখেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (১৮)। উজ্জলের চাচাত ভাই নূরে আলম নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম রসুল মোল্লা বলেন, ঈদের ছুটি কাটাতে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন উজ্জল। পথে ইল্লা বটতলা নামক এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে ভুরঘাটা এলাকা থেকে বাসটিকে জব্দ করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে পাঠিয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা গোলাম রসুল মোল্লা।