যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ডে আহনাফ বাঁধন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে করে আহত করেছেন দুর্বৃত্তরা। আহত বাঁধন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৩ আগস্ট ) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে যশোরের মনিহার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এদিন সন্ধ্যায় যশোর জেলার মণিহার বাসস্ট্যান্ডে নড়াইল থেকে ফেরা মা'কে আনতে যান বাঁধন। এ সময় ভাড়া বেশি নিয়ে টাকা ফেরত না দেয়ায় বাস কাউন্টারের লোকদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাস কাউন্টারের লোকজন বাঁধন ও তার মায়ের সঙ্গে অসদাচরণ শুরু করেন। প্রতিবাদ করলে বাস কাউন্টারের একজন বাঁধনের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গভীর ক্ষত তৈরি হয়। পরে খবর পেয়ে বাঁধনের বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
বাঁধনকে ছুরিকাঘাতের সংবাদ ছড়িয়ে পড়লে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনিহার বাসস্ট্যান্ডে জড়ো হন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশ প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, সন্ধ্যা ৭ টার দিকে একজন শিক্ষার্থীর মায়ের সঙ্গে গাড়ির সুপারভাইজার খারাপ ব্যবহার করে।পরবর্তীতে যবিপ্রবির এক ছাত্রকে সেই সুপারভাইজার তার সহযোগীদের নিয়ে আঘাত করলে তার গলার কিছু অংশ কেটে দেয়। পরে ছাত্ররা সবাই জড়ো হয় দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। পরে অভিযান চালিয়ে আমরা একজনকে আটক করেছি।