টঙ্গীতে বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে রাজধানীর তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুহাদ মাহমুদ ফাহিম (২৩) সরকারি তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শরীয়তপুরের পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ এলাকায় ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে যাওয়ার উদ্দেশে ফাহিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর বনমালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৫৫৯৫) একটি বাসে সকাল ১০টার দিকে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে মান এবং ওই বাসের চাপায় গুরুতর আহত হন ফাহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পর বাসচালক কৌশলে পালিয়ে গেলেও বাস চালকের সহকারী (হেলপার) দ্বীন ইসলামকে (২০) আটকে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছে।
ওসি আশরাফুল ইসলাম আরো জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।