বাসের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষিকার - দৈনিকশিক্ষা

বাসের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষিকার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি |

সাকিয়াতুল কাউচার (৪৮)। পেশায় একজন শিক্ষক। দীর্ঘ ২৫ বছর ধরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন। গত বছর ওই এলাকা বাসিন্দারা এক অনুষ্ঠানে তাকে 'মাদার অব কাজিরখীল' উপাধি দিয়েছিলেন। কিন্তু আর স্কুলে আসা হবে না সাকিয়াতুল কাউচারের। 

একমাত্র মেয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাবিহা আনবার তাহিকে কলেজে পৌঁছে দিয়ে নিজ কর্মস্থলে ফেরার পথে বাস চাপায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেনস্থ ক্যান্ট পাবলিক কলেজের মোড়ে অক্সিজেন-নিউমার্কেট রুটে দ্রুতগামী ৮ নম্বর সিটি বাস শিক্ষিকা সাকিয়াতুল কাউচারকে চাপা দেয়। গুরুতর আহত হয়ে তিনি সড়কে ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষিকা সাকিয়াতুল কাউচারের মৃত্যুর বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার সাঈদা আলম। তিনি জানান, ওই শিক্ষিকা তাঁর মেয়েকে কলেজে পৌঁছে দিয়ে নিজ কর্মস্থলে (ছিপাতলী কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়) আসার পথে বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। 

নিহত শিক্ষিকা কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী। তার স্বামী চট্টগ্রাম নগরীর একটি স্কুলের সিনিয়র শিক্ষক। সেই সুবাদে তিনি স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে অক্সিজেন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এছাড়া তিনি  বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি ছিলেন। 

ওই শিক্ষিকার মৃত্যুতে তার দীর্ঘদিনের কর্মস্থল, সহকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহেরা গাজী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিহত সাকিয়াতুল কাউচার ছিপাতলী কাজিরখীল স্কুলে দীর্ঘ ২৫ বছর ধরে সার্থকতার সঙ্গে শিক্ষকতা করছেন। ওই এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। গতবছর এলাকাবাসী এক অনুষ্ঠানে তাকে 'মাদার অব কাজিরখীল' উপাধি দিয়েছিলেন।

এদিকে, নিহত শিক্ষিকার প্রথম জানাজার নামাজ বাদ আসর তার দীর্ঘদিনে কর্মস্থল ছিপাতলী কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ এলাকা কুতুবদিয়ায় নিয়ে দ্বিতীয় দফায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানান তাঁর সহকর্মীরা।

অন্যদিকে, দুঘর্টনার খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ নিহত ওই শিক্ষিকাকে ধাক্কা দেয়া ঘাতক বাসটির চালককে আটক এবং বাসটি জব্দ করেছে বলে জানা গেছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0058050155639648