বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ। ২৫২টি দেশ ও অঞ্চলের মধ্যে এই দেশ এখন এক নম্বরে। বায়ুদূষণের কারণে দেশের মানুষের আয়ু গড়ে প্রায় সাত বছর করে কমছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা বায়ুদূষণবিষয়ক ১ বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বায়ুদূষণের কারণে বিশ্বের কোন দেশের অধিবাসীদের গড় আয়ু কী পরিমাণে কমছে, সেই হিসাব ধরে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, বায়ুদূষণের কারণে বিশ্বের সব মানুষের গড়পড়তায় আয়ু ২ বছর ৩ মাস কমে যাচ্ছে।
শিকাগো বিশ্ববিদ্যালয় এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) গতকাল মঙ্গলবার ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে। এতে দেখা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) নির্দেশনা মেনে বাতাসের অতি ক্ষুদ্র কণিকার দূষণ কমানো গেলে ২০২১ খ্রিষ্টাব্দের বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬ বছর ৯ মাস, অর্থাৎ প্রায় ৭ বছর বাড়ত। এর মানে দেশে গড় আয়ু কমেছে প্রায় ৭ বছর। যেখানে বায়ুদূষণের কারণে
যুক্তরাষ্ট্রে গড় আয়ু কমেছে সাড়ে ৩ মাস।
ইপিআইসি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মধ্যে একেক এলাকার বায়ুর অবস্থা একেক রকম। ফলে একেক এলাকার গড় আয়ু একেক হারে কমেছে। বায়ু দূষণের ফলে রাজধানী ঢাকায় গড় আয়ু কমেছে ৭ বছর ১০ মাস। রাজশাহীতে কমেছে ৬ বছর ৪ মাস, রংপুরে কমেছে ৪ বছর ৫ মাস, চট্টগ্রামে কমেছে ৬ বছর ৪ মাস, সিলেটে কমেছে ৪ বছর ৪ মাস এবং বরিশালে কমেছে ৫ বছর ৯ মাস।
নতুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে বায়ু দূষণের ফলে গড় আয়ু কমার তিন-চতুর্থাংশ প্রভাব পড়েছে মাত্র ছয় দেশে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
লক্ষ্যনীয় বিষয় হলো বায়ু দূষণে শীর্ষে থাকা দেশগুলোর তিনটিই পড়েছে দক্ষিণ এশিয়ায়। এই অঞ্চলে বাংলাদেশ ছাড়া অন্যতম দূষিত বায়ুর দেশগুলো হলো ভারত, নেপাল ও পাকিস্তান। এ সংক্রান্ত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধি দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বলা হচ্ছে, এই অঞ্চলে বাতাসের অতি ক্ষুদ্র কণিকার দূষণের মাত্রা চলতি শতাব্দীর শুরুর তুলনায় বর্তমানে ৫০ শতাংশের চেয়ে বেশি।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ খ্রিষ্টাব্দের পর বিশ্বে বায়ু দূষণ বৃদ্ধির জন্য অন্যতম দায়ী ভারত। বিশ্বের সবচেয়ে দূষিত মেগাসিটি—ভারতের রাজধানী নয়াদিল্লিতে—গড় আয়ু ১০ বছরের বেশি কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া বায়ু দূষণের কারণে পাকিস্তানে গড় আয়ু ৩ বছর ৯ মাস এবং নেপালে ৪ বছর ৬ মাস কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে চীনে ২০১৩ খ্রিষ্টাব্দের থেকে ২০২১ খ্রিষ্টাব্দের পর্যন্ত সময়ে বায়ু দূষণ ৪২ দশমিক ৩ শতাংশ কমেছে।