দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে মাস্টার অব সাইবার সিকিউরিটি (এমসিএস) প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন। এমসিএস একটি দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম, যা বিইউপি এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধীনে যাত্রা শুরু করলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এমসিএস একটি অনন্য মাস্টার্স প্রোগ্রাম যেখানে মানবসম্পদ বিকাশের জন্য সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ এবং ল্যাব-ভিত্তিক কোর্সের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই মাস্টার্স প্রোগ্রামটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখবে।
এই মাস্টার্স প্রোগ্রামের উদ্দেশ্য শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান এবং দক্ষতা দিয়ে এমনভাবে সম্বৃদ্ধ করা যেন তারা ডিজিটাল সিস্টেমগুলোকে কার্যকরভাবে রক্ষা করতে পারে, সাইবার ঝুঁকিগুলোকে যথাযথভাবে মোকাবিলা করতে পারে এবং সর্বোপরি সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখতে পারে।