সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২১ নভেম্বরের মধ্যে Link:- https://forms.gle/Rq2AQVKR2HbMxh2v5 )- এই গুগল লিংকে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। ইতোমধ্যে তথ্য চেয়ে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সে ভর্তির জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষবিহীন শিক্ষকদের তথ্য প্রয়োজন। এমন পরিস্থিতিতে, বর্ণিত যোগ্যতা সম্পন্ন বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা সুপারিশসহ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। হার্ডকপিতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিএড কোর্সে ভর্তির আবেদনের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতক পাস-স্নাতক সন্মান অথবা ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২ দশমিক ২৫ পেতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।