দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেনের আদালত সোমবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩০ মে দুর্নীতির মামলায় টুকুকে বিচারিক আদালতের দেওয়া ৯ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে বলা হয়, রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। গত ২৭ আগস্ট ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে রায়ের কপি এসে পৌঁছায়।
সে অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে টুকুকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে পরবর্তী আদেশ দেবেন বলে জানান আদালত। কিন্তু আজ পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে হাজির হননি। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
প্রসঙ্গত, ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পদের হিসাব ও আয়ের উৎস গোপনের অভিযোগে দায়ের করা মামলায় ২০০৭ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর বিচারিক আদালত টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ খ্রিষ্টাব্দের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ খ্রিষ্টাব্দের ২১ জানুয়ারি রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।