বিএনপির কর্মসূচি, ঢাবিতে ছাত্রলীগের সরব অবস্থান - দৈনিকশিক্ষা

বিএনপির কর্মসূচি, ঢাবিতে ছাত্রলীগের সরব অবস্থান

ঢাবি প্রতিনিধি |

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিএনপির ঘোষিত বিক্ষোভের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য তারা বিক্ষোভ মিছিলসহ শোডাউন দিয়েছে।

এদিকে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, মধুর ক্যান্টিন, কলাভবন ঘুরে এসে টিএসসিতে শেষ হয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে তাদের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচির বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের এনে পুলিশের ওপর হামলা করে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি তাদের কার্যালয়ে ককটেল, বোমাসহ অনেক অস্ত্রসস্ত্র মজুত করে। তারা পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আন্দোলনের নাম করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। 

তিনি বলেন, ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন শেষে ঝালকাঠিতে ফেরার পথে বাসে ককটেল নিক্ষেপ করেছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা। সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা ঢাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এখন তারা কর্মসূচির নাম দিয়ে সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের এসব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে সোচ্চার থাকবে।

‘ছাত্রসমাজ আজ দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্নের সারথি হয়ে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। তিনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। এদেশের ছাত্রসমাজ বিএনপি-জামাতের পেট্রোল এবং গ্রেনেড এর উৎসবে আর ফেরত যেতে চায় না।’

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি না থাকায় সদ্য বিলুপ্ত হওয়া কমিটির বিভিন্ন নেতাদের উদ্যোগে টিএসসি, মধুর ক্যান্টিন, কার্জন হল, নীলক্ষেতসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছোট ছোট মিছিল দেখা যায়।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0056819915771484