বিক্ষোভ-সমাবেশে এসে যা বললেন সিয়াম - দৈনিকশিক্ষা

বিক্ষোভ-সমাবেশে এসে যা বললেন সিয়াম

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

কোটা সংস্কার আন্দোলনের রূপ ক্রমেই বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনকে এখন একটা অংশ দেখছে দেশের আমূল পরিবর্তনের মাধ্যম হিসেবে। আবার কেউ কেউ সন্দিহান আদতে কি হতে যাচ্ছে তা নিয়ে। এতোদিন শোবিজ তারকারা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করলেও আজ দলবদ্ধভাবে ছাত্রদের প্রতি সংহতি জানাতে রাজপথে নামেন অনেকেই। বৃষ্টিতে ভিজে তারা ফার্মগেটের রাস্তায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। ব্যক্ত করেন নিজেদের মতামতও। 

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ এসেছিলেন ছাত্রদের পাশে দাঁড়াতে। সে সময় তিনি বলেন, ‘আমার আসলে আলাদা কিছু বলার নেই। পুরো দেশের মানুষেরই এখন একই কথা। আর সবাই যখন একটি ন্যায্য দাবি করে তখন মাথায় রাখা উচিত যে সেটা ফেলে দেয়ার মতো কিছু না।’

যোগ করে তিনি বলেন, ‘এই যে আমাদের ভাই-বোনগুলো মারা গেলো রাস্তায়, এটা দেখে কোন সুস্থ মানুষের রাতে ঘুম আসার কথা না। আমার কানে এখনো বাজে, ‘কারও পানি লাগবে?’। আমার তো রাতে ঘুম আসে না। কারণ আমরা দেশের মানুষের জন্যই কাজ করি। যে ছাত্ররা আমাদের প্রধান দর্শক, আজ আমাদেরকে তাদের প্রয়োজন। এই সময় যদি আমরা তাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে শিল্পী হলাম কেন? এর থেকে অন্য কোন কাজ করা ভালো! আমার নিজের সন্তান আছে, আজ থেকে কিছু বছর পর সেও এই বিষয়ে জানতে পারবে। তখন সে আমাকে প্রশ্ন করবে যে, ‘তুমি ওই সময় কি ভূমিকা নিয়েছিলে?’ তখন আমি বুক উচু করতে বলতে চাই যে আমিও চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকার। ফলে অবশ্যই আমি ছাত্রদের সঙ্গে আছি।’

সিয়াম আরো বলেন, ‘আমাদের কোন সহপাঠী, বন্ধু কিংবা আত্মীয়ের সঙ্গে এমন অন্যায় হলে আমরা কি করতাম? সে কথা ভেবেই সবার ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। তাছাড়া ছাত্ররা তো কোন অন্যায় দাবি রাখেনি যে তাদের এভাবে অকালে প্রাণ দিতে হবে। যার কোল শূণ্য হয়েছে সেই বোঝে এই ব্যাথা কতোটা। আমি সেটা অনুভব করছি বলেই আজ রাজপথে এসে দাঁড়িয়েছি। আমি আসলে রেখে ঢেকে কথা বলতে চাই না। আমার সোজা কথা, এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত দেশের কোন মানুষই শান্তি পাবে না।’

ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ - dainik shiksha ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ - dainik shiksha ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির - dainik shiksha ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ - dainik shiksha জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা - dainik shiksha ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034310817718506